অবতক খবর,৩০ জানুয়ারি,মালদা:- বৃদ্ধাকে লোহার রোড দিয়ে থেঁতলে খুনের ঘটনায় গ্রেপ্তার এক।তার নাম দীপু কর্মকার বাড়ি ইংরেজ বাজার থানার ঝলঝলিয়া এলাকায়।
উল্লেখ্য গতকাল মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত রানীকামাত গ্রামে সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।মৃত ওই বৃদ্ধার নাম রোমেনা বেগম বয়স(৫৫)।নাতনীকে নিয়ে থাকতেন ওই মহিলা।
হঠাৎ গভীর রাতে মুখোশ পরে এক ব্যক্তি তার বাড়িতে ঢুকে পরে,তারপর ঐ মহিলাকে ঘুমন্ত অবস্থায় বাড়ির এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে গিয়ে মাথা লোহার রড দিয়ে আঘাত করে।আর সেখানে তার মৃত্যু হয় বলে গ্রাম বাসীকে জানিয়েছেন তার ছোট নাতনী।তারপর তদন্ত শুরু করে চাঁচল থানার পুলিশ।ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দিন ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে চাচল মহকুমা আদালতে পেশ করে চাচল থানার পুলিশ।