অবতক খবর :: বহরমপুর ::     বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল নাতি ও নাতবউ এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কান্তনগর লিচু বাগান এলাকায়।

সূত্রের খবর মৃতার নাম অঞ্জলি সিংহ (৫৬)। খুন করার অভিযোগের কান্তনগর এলাকা থেকে নাতি কে আটক করা হয়েছে। জানা যাচ্ছে নাতি ও নাতবউকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন বৃদ্ধা। জমি জায়গার টাকা হাতিয়ে নেওয়ার জন্যই এই খুন হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনায় নাতি শানু মালকে গ্রেপ্তার করে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান সম্পত্তির লোভে বৃদ্ধাকে খুন করা হয়েছে।