অবতক খবর :: ইসলামপুর :: বৃষ্টির জলের চাপে ভেঙ্গে গেল রাস্তা। গোয়ালপোখর ২ নম্বর ব্লকের চাকুলিয়া গ্রাম পঞ্চায়েতর বালিগুড়া এলাকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা ভেঙে যাওয়ায় চাকুলিয়ার সঙ্গে গোয়ালপোখর ১ নম্বর ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল থেকে ইসলামপুর, চাকুলিয়া, গোয়ালপোখর ব্যপক বৃষ্টি হয়। সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ওই সমস্ত এলাকায় ব্যপক বৃষ্টিপাত ফলে এলাকায় জল জমে যায়। বালিগুড়া গ্রামে একটি ছোট্ট কালভার্ট ছিল সেখান দিয়ে জল যাচ্ছিল। জলের চাপ বেশী থাকায় সেই কালভার্ট ভেঙ্গে যাওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়েছে।
স্থানীয় মানুষের অভিযোগ,চাকুলিয়ার সঙ্গে গোয়ালপোখর ব্লকের যোগাযোগ বিচ্ছিন্ন হলেও প্রশাসনের তরফ থেকে এখন কারো দেখা মেলেনি। জলের পরিমান বেশী থাকায় বালিগুড়া এলাকায় জল ঢুকে যাবার সম্ভবনা থাকছে।