অবতক খবর,১৩ ফেব্রুয়ারী,মালদা:- বৃহস্পতিবার দিনভর চাঁচলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া। পরিদর্শনকালে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিকাঠামো উন্নয়নে একাধিক সিদ্ধান্তের কথা জানালেন সর্বসমক্ষে। এছাড়াও পরিদর্শনকালে বেশকিছু অসংগতি দেখে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন প্রশাসনিক আধিকারিকদের।উল্লেখ্য, সম্প্রতি মালদা জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন শুরু করেছেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার তিনি চাঁচলে দিনভর পরিদর্শন করেন। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিদর্শনে যান।

সঙ্গে ছিলেন চাঁচল মহকুমাশাসক সৌভিক মুখোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তাদের নিয়েই জেলাশাসক হাসপাতালের এমারজেন্সি থেকে শুরু করে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। সাধারণ মানুষ ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছেন কিনা সেই ব্যাপারে প্রয়োজনীয় খোঁজখবর নেন।

হাসপাতালের পানীয় জলের পরিষেবা সহ অন্যান্য নানান বিষয় খতিয়ে দেখেন। পরে জেলাশাসক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিষেবা ঠিকঠাক চলছে। কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে। সেই সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে সিসিইউ এবং এসএন.সি.ইড বিভাগে বেড বাড়ানোর আশ্বাসবাণী শোনান তিনি।চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনের পর জেলাশাসক হাসপাতাল চত্বরেই টিবিমুক্ত দেশ গঠনে শপথ বাক্য পাঠ করান।

তিনি সহ হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষজন সকলে মিলে টিবি মুক্ত দেশ গঠনের শপথ নেন।হাসপাতালের পরিকাঠামো পরিদর্শনের পর জেলাশাসক নীতিন সিংহানিয়া হাসপাতালের দ্বিতলে অবস্থিত চাঁচল মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তর পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে সেই দপ্তরে তালা ঝুলতে দেখায় তৎক্ষণাৎ দপ্তরীয় আধিকারিককে শোকজ করার নির্দেশ দেন।এরপর জেলাশাসক চাঁচলের এক সারের দোকান পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে সারের দোকানে বেশকিছু অসংগতি ও বেনিয়ম দেখে সঙ্গে সঙ্গে সেই দোকান সিল করার নির্দেশ দেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।