অবতক খবর,২৭ ডিসেম্বর : বিপুল পরিমাণ বেআইনি আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো কালিয়াচক থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ছয়টি মাস্কেট। পুলিশের প্রাথমিক অনুমান, বাড়িতেই এই বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা গড়েই তৈরি করা হয়েছে মাস্কেটগুলি। তবে এগুলি কোথায় পাচার করা হতো সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায় কালিয়াচক থানার একটি বিশেষ পুলিশের দল। ধৃতের বাড়ি থেকেই এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার ধৃত ওই দুষ্কৃতীকে সাত দিনের জেল হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতে আবেদন জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দিলবার শেখ। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেআইনি ছয়টি মাস্কেট। যেগুলো রাইফেল জাতীয় এক প্রকার দেশি বন্দুক। এগুলো বাড়িতেই তৈরি করার ব্যবস্থা করেছিল অভিযুক্ত ওই ব্যক্তি। পুলিশের প্রাথমিক অনুমান, ঝাড়খন্ড থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এনে হয়তো সেগুলি অভিযুক্ত ওই ব্যক্তি তার বাড়িতেই তৈরি করেছিল। এরপরে এগুলি বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা ছিল। কিন্তু একাজে আর কারা যুক্ত রয়েছে, সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পাশাপাশি মাস্কেটগুলি কোথায় পাচার করা হতো সেই ব্যাপারেও তদন্ত শুরু করেছে পুলিশ।