অবতক খবর,২২ নভেম্বর: ময়নাগুড়ি শহরাঞ্চল এবং গ্রামীন এলাকায় পানীয় জলের বেআইনি ফ্যাক্টরি গড়ে উঠেছে। আর এতেই চিন্তিত সাধারণ মানুষ। কোনো রকম বৈধ কাগজ ছাড়াই জল ড্রামে বন্দী করে বাড়ি বাড়ি বিক্রি করা হচ্ছে। স্বাস্থ্যবিধি অমান্য করেই এই ব্যবসা ক্রমশ ছেয়ে গিয়েছে শহর জুড়ে।

এই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী অভিযানে নামেন। এদিন ময়নাগুড়ি শহরের বিভিন্ন জল ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। প্রতিটি ফ্যাক্টরি বৈধ কাগজপত্র খতিয়ে দেখেন আইসি। যাদের কোনো ফুড সেফটি বিষয়ক কোন লাইসেন্স নেই, তাদের ড্রামসহ জল বাজেয়াপ্ত করেন এবং সেই ফ্যাক্টরিতে তালা বন্ধ করে দেন। এ বিষয়ে সুবল ঘোষ বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছিল বিভিন্ন জল ফ্যাক্টরি গজিয়ে উঠেছে।

যাদের কোনরকম বৈধ কাগজপত্র নেই। সেই খবর পাওয়ার পরেই আমরা অভিযানে নেমেছি। এই অভিযান আমাদের লাগাতার চলবে।”