অবতক খবর,১৫ ডিসেম্বর: পৌরসভার নাম করে বেআইনি ভাবে পার্কিং ফি আদায় করা হচ্ছিল টোটো চালকদের কাছ থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পৌর প্রশাসক। বুধবার বাস টার্মিনাসে ‘ইসলামপুর বাস স্ট্যান্ডের’ স্লিপে প্রত্যেক টোটো চালকদের কাছ থেকে বেআইনি ভাবে ১০ টাকা করে পার্কিং ফি আদায় করা হচ্ছিল। টোটো চালক সেই পার্কিং ফি দিতে রাজি না হওয়ায় আটকে রাখা হচ্ছিল সেই টোটো। ঝামেলা এড়াতে সেই টোটো ছেড়ে অন্য টোটোতে চলে যাচ্ছিল যাত্রীরা।
তাই সমস্যায় পড়তে হচ্ছিল টোটো চালকদের। পার্কিং ফি আদায়কারীকে জিজ্ঞেস করলে সে বলে পৌরসভা থেকে এই ফি তুলতে বলা হয়েছে। সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার পৌর প্রশাসক মানিক দত্ত। ঘটনাস্থলে এসে প্রশাসক পরিস্কার জানিয়ে দেন পৌরসভা থেকে কোনো টোটো পার্কিং ফি তুলতে বলা হয় নি। শুধুমাত্র বাস পার্কিং এর ফি আদায়ের টেন্ডার দেওয়া হয়েছে। যে বা যারা বেআইনি ভাবে এই টোটো পার্কিং ফি আদায় করছে তাদের উপর করা ব্যবস্থা নেওয়া হবে এবং ইসলামপুর শহরে যেভাবে টোটোর দৌরাত্ব বেড়েছে তা নিয়ন্ত্রণ করতে চলতি মাসেই পৌরসভার পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে।