অবতক খবর, রাজীব মুখার্জী, হাওড়া :: এলাকার বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে পথ অবরোধ হাওড়ার ডোমজুড়ের মাকরদহ এলাকায়। দীর্ঘক্ষণ নিকাশি ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে প্রতিবাদে সামিল হন স্থানীয়রা। এর জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় মাকরদহ রোডের যান চলাচল। পরে পুলিশি হস্তক্ষেপে ওঠে অবরোধ।
অভিযোগ, অল্প বৃষ্টিতেই জমে যায় জল। আর তার সঙ্গে দোসর মাকড়দহ রোডের পাশে থাকা মাকড়দহ ইন্ডাস্ট্রির কেমিক্যাল ও এসিড মেশানো জল। যা বছরের পর বছর ধরে কারখানার বাইরে বেরিয়ে রাস্তায় এসে জমে। সেই জমা জল পেরিয়ে নিত্য যাতায়াত মাকড়দহবাসীর। একাধিকবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোন ফল। এরপর আজ পর্যন্ত বাধ্য হয়েই রাস্তা অবরোধ করার পথ এই নামেন স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি, ইন্ডাস্ট্রিকে নির্ভর করে রুটি রুজি চলে এলাকারই বহু মানুষের। তাই কারখানার বিরোধিতা নয়, তার থেকে নির্গত ক্যামিক্যাল ও এসিড মেশানো জলের বিরোধীতায় রাস্তা অবরোধের পথে নেমেছেন তারা। কারণ এই জমা জল ডিঙিয়েই নিত্য যাতায়াত করতে হয়। ফলে নানান রকম চর্ম রোগ যেমন হচ্ছে তেমনই মশা মাছির উপদ্রব বাড়ছে এলাকায়। ফলে ডেঙ্গু ম্যালেরিয়ার মত মারাত্মক রোগের প্রকোপ দেখা দিতে পারে বলেও আশঙ্কা তাদের।
তবে এই সমস্যা নতুন নয় বলেই জানাচ্ছেন গ্রামবাসীরা। তাদের দাবি, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে চলছে এই জল যন্ত্রনা। যার জন্য একাধিকবার একাধিক জায়গায় দরবার করেও কোনও ফল হয়নি। স্থানীয় প্রশাসনের পাশাপাশি কারখানা কর্তৃপক্ষ কেউ নিজেদের সুপরিকল্পিত নিকাশি ব্যবস্থা তৈরি করার আবেদন জানানো হয়েছিল গ্রামবাসীদের তরফে। কিন্তু তা আবেদনের পর্যায়েই রয়ে গিয়েছে বলে অভিযোগ। ফলে স্বাভাবিক ভাবেই তারা প্রশ্ন তুলছেন, এই জল যন্ত্রণা আর কতদিন চলবে।