অবতক খবর,২০ জুলাইঃ পশ্চিমবঙ্গের শান্তি ফিরিয়ে আনার উদ্দেশে তারকেশ্বরে বাবা তারকনাথের কাছে নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ। আজ ৩ রা শ্রাবণ ,বিকাল ৫ঃ৩০ নাগাদ গঙ্গায় স্নান সেরে গঙ্গার জল তুলে পাড়ি দিলেন তারকেশ্বরের পথে। প্রায় ৩৮ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাবেন তিনি । মূলত পশ্চিমবঙ্গের শান্তি ফিরিয়ে আনার উদ্যোগে এবং তারকনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই পায়ে হেঁটে তারকেশ্বর যাত্রা বলে জানিয়েছেন তিনি।

পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ জানান “তারকেশ্বরে বাবার কাছে আপামর পশ্চিমবঙ্গবাসী যারা বাবার ভক্ত তারা এই শ্রাবণ মাসে জল ঢালতে যান। তেমনি আজ বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে তারকেশ্বরের দিকে প্রায় ৩৮ কিলোমিটার রাস্তা রওনা দিলাম।এর একটাই উদ্দেশ্য পশ্চিমবঙ্গবাসী যাতে ভালো থাকে, পশ্চিমবঙ্গের মধ্যে যে কালো দিন চলছে তা যেনো কেটে যায় । পশ্চিমবঙ্গে কালো দিনের সমাপ্তি হোক এবং নতুন সূর্য উদয় হোক এর জন্যেই বাবার কাছে যাচ্ছি।”

একুশে জুলাই এর বিডিও অভিযান নিয়ে বিধায়ক বিমান ঘোষ বলেন “গতকাল বিডিও অভিযান হবে, পশ্চিমবঙ্গের সবাই নয় কিন্তু একাধিক বিডিও এই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করেছে। বিডিওর বিরুদ্ধে আমাদের আন্দোলন গতকাল আমরা এর প্রতিবাদ জানাবো।”