অবতক খবর,২৫ এপ্রিল: বোরখা পড়ে অবৈধ সুদের কারবার!পরে প্রতারণা করে ঘরবাড়ি দখল গৃহবধুর !
ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার মাধাইপুর গ্রামের। ওই গৃহবধূর নাম রেক্সোনা খাতুন।
আজ থেকে বছর খানেক আগে গ্রামেরই বাসিন্দা আকবর হোসেন রেক্সোনার কাছে দু লক্ষ টাকা সুদে ধার নেয়।
কর্মসূত্রে আকবর থাকেন এখন দুবাইয়ে। কিন্তু দুবাই থেকে প্রতিমাসের সুদ ১০ হাজার টাকা ও নগদের অংশ পাঠিয়ে দেয় সে। আকবর হোসেনের স্ত্রী ও মেয়ে সেই টাকা রেক্সোনাকে প্রতি মাসে শোধও করেন। সমস্ত হিসাব ও চুক্তিপত্র গ্রামের স্থানীয় দলিল লেখক জামশেদ শেখ লিখেছিল। কিন্তু শেষ কিস্তি পরিশোধের সময় আকবরের স্ত্রীর কাছ থেকে সেই চুক্তিপত্র ছিনিয়ে নেয় রেক্সোনা।
শুধু আকবর নয়। অভিযোগ, গ্রামের এমন আরো পাঁচ ছটি ভিটেবাড়ি এভাবেই দখল করেছে গ্রামের গৃহবধূ রেক্সোনা।
শুধু তাই নয়। রেক্সোনা তার নিজের শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তার জমি দখল করে নেয়।
বোরখা পড়া গৃহবধুর এমন কর্মকাণ্ডে হতবাক গ্রামবাসীরা।