অবতক খবর :: বহরমপুর ::    করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব চিন্তিত। পৃথিবীর নটি দেশ আতঙ্কে জর্জরিত ভারতবর্ষের মারা যাচ্ছে বহু মানুষ বাজারে স্যানিটাইজার থেকে মাকস সবই অমিল হয়ে যাচ্ছে।

বিয়ের বৌভাতের অনুষ্ঠানে এই রকম ভাইরাস সংক্রমণের হাত থেকে মানুষকে সচেতন করতে বহরমপুরে ইন্দ্রপ্রস্থ নিবাসী ধর পরিবার এক অভিনব উদ্যোগ নিলে বৌভাতের অনুষ্ঠানে। পাত্র সুরজিৎ ধর ও পাত্রী রুপালি ধর দাস উভয় মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মানুষকে সচেতন করতে ছোট থেকে বড় প্রায় নিমন্ত্রিত ২০০ জনের হাতে মাক্স তুলে দেওয়া হল। বিশেষ করে বাচ্চাদেরকে ও কর্মরত যারা মহিলা নিত্যদিন যাদের বাইরে বেরোতে হয় বেশিরভাগই তাদের হাতে তুলে দেয়া হলো এই মাক্স। এছাড়াও বেশ কিছু নিমন্ত্রিত বয়স্ক মানুষের হাতেও তুলে দেওয়া হল।

বর ও কনে জানালেন এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে মানুষকে সচেতন করাই ছিল তাদের লক্ষ্য। ধর পরিবারের লোকজন এই পরিকল্পনায় নেওয়ায় খুশি নিমন্ত্রিত সকলে। নতুন জীবন শুরু তে এই রকম একটি মহৎ উদ্যোগে খুশি সকল নিয়ন্ত্রিত ব্যাক্তিরা।