অবতক খবর সংবাদদাতা :: করোনার জেরে উদ্ভূত পরিস্থিতিতে গোটা দেশ তথা রাজ্যে লকডাউন বাড়ানো হয়েছে 30 শে এপ্রিল পর্যন্ত। লকডাউনের শুরুতেই খেটে খাওয়া দিনমজুরা রুজি-রুটির সমস্যায় পড়েছে , দিন আনে দিন খায় পরিবারগুলি এখন কাজ হারিয়ে পরিবার প্রতিপালনে হিমশিম খাচ্ছে।

ইসলামপুর ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা আগডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েত বহু মানুষ পেটের খাবার জোগাড় করতে পারছে না। তাদের কথা চিন্তা করেই ব্যকওয়ার্ড ক্লাস এন্ড মাইনরটি ওয়েলফেয়ার সোসাইটির কর্তারা খাদ্য সামগ্রী বিলি করছে গ্রামে গ্রামে। রবিবার সকালে পাটাগোরা , মরাগতি, পাখারগছ সহ বিভিন্ন এলাকায় চাল ডাল আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করে ।