অবতক খবর :: ২৩ শে মার্চ :: আজ কাঁচরাপাড়া মুদির দোকানগুলিতে এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস বেচাকেনার দোকানগুলিতে প্রচন্ড খরিদ্দারের সমাগম হয়।বিকেল পাঁচটা থেকে যেহেতু লকডাউন ছিল তাই আজকে সকাল থেকে এরকম ভিড় লক্ষ্য করা যায়।২৩ শে মার্চ বিকেল পাঁচটা থেকে ২৭ তারিখ অব্দি লকডাউন থাকার জন্য দোকান যে বন্ধ থাকবে তার নিরাপত্তার দায়িত্ব নেবে কে? আজ এই প্রশ্ন তুলেছেন কাঁচরাপাড়ার কিছু ব্যবসায়ী।তারা এ প্রশ্ন তুললে তাদেরকে বলা হয় তাদের যে ইউনিয়ন আছে তারা পুলিশের সাথে যোগাযোগ করুক এবং নিরাপত্তার ব্যাপারে পুলিশের সাথে কথা বলুক।
তারা এই প্রশ্নের পাল্টা উত্তরে জানায়, থানার সামনে থেকে যখন চুরি হয়ে যায় পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে পারছে না। এই তিন চার দিন টানা যে দোকান বন্ধ থাকবে, পুলিশ কিভাবে দায়িত্ব নেবে! সেই ভরসা তারা পাচ্ছেন না।
তখন তাদেরকে প্রশ্ন করা হয় আপনাদের যে চৌকিদার রয়েছে দেখাশোনা করার জন্য তারাই তো দায়িত্ব নেবে। তারা জানায় চৌকিদাররাও করোনা আতঙ্কে ভয় পাচ্ছে, তারাও আসবে না।
আমাদের পক্ষ থেকে বলা হয় থানায় গিয়ে জানানোর জন্য। তারা বলেন, নিশ্চিত আমরা জানাবো কিন্তু আমরা থানার উপর নির্ভর করতে পারছিনা।
তাদের তরফ থেকে কাঁচরাপাড়ার পৌরপ্রধান সুদামা রায়ের সঙ্গে কথা বলা হয় এবং সুদামা রায় তাদেরকে আশ্বস্ত করেছেন।
আগামীকাল তিনি ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসবেন।সেই বৈঠক হবে তাঁর বাড়িতে।