ব্যাগ ও জেদ
তমাল সাহা

ছোটবেলা নড়েছে ঘাড়
পড়েছি দুলে দুলে।
বি এ জি ব্যাগ
ব্যাগ মানে থলে।

পড়েছি, গুরুত্ব দিয়ে
বুঝিনি তার মানে।
বড় হয়ে বুঝছি
এই ব্যাগ বাঁচার ব্যাগ
কত জরুরি ত্রাণে।

ব্যাগ দিয়ে রেখেছে লাইন
গালে হাত,
হাঁটু মুড়ে বসে আছে কারা?
হায়,কতদিন আর ডোল!
এভাবে বাঁচবে তারা?

কিছু পাবে, ভিক্ষে পাবে
কখন পাবে কে জানে?
আশায় বাঁচে চাষা
কপালে কি লেখা আছে
এ জীবনে!

এইসব নর-নারী
আমাদের জনক-জননী।
এই দেশ!
সবকা সাথ সবকা বিকাশ!
হা অন্ন! এখনো জোটেনি।

রে মানুষ! এলি তো এলি
কেন নিয়ে এলি এক পেট খিদে!
এর থেকে রেহাইয়ের একটিই উপায়
রুখে দাঁড়াতে পারিস যদি জিদে।