অবতক খবর,৪ জানুয়ারিঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন। ঠিক তার দু’মাস আগে বিশেষ দুটি কর্মসূচি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। জন সংযোগ তো বটেই, আসলে এই আবহে এই দুটি কর্মসূচি তৃণমূলের ‘কর্মযজ্ঞ’ বলেই গতকাল ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সেই নিয়ে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের টিটাগর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন সারলেন ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু , বিধায়ক নির্মল ঘোষ, তাপস রায় সহ জেলা নেতৃত্ব। এদিন দিদির সুরক্ষা কবচ নিয়ে বিস্তারিত জানানো হয়।৩ লক্ষ এর ওপর তৃণমূল কর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দিদির দূত হিসেবে পৌঁছে যাবেন বলে জানান হয়।