অবতক খবর,১০ জুলাইঃ রাজ্যে মিটেছে পঞ্চায়েত নির্বাচন। এবার পালা ভোট গণনার। কার দখল থাকবে গ্রামবাংলা তার ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। সেই লক্ষ্যে আগে ভোট গণনার জন্য প্রস্তুত শাসক বিরোধী দলের নেতা কর্মীরা। ব্যারাকপুর ব্লক ১ এর কাঁকিনাড়া পানপুর মাখনলাল হাইস্কুলে ভোটগননার প্রস্তুতি চলছে জোরকদমে। ভোট গননার জন্য স্ট্রং রং পুরো কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের নিরাপত্তা বেষ্টনী তে মুড়ে রাখা হয়েছে।এমনকি ভোট গণনা কেন্দ্রে প্রশাসনের তরফ থেকেও একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ব্লক এর আটটি পঞ্চায়েত সহ পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের গননা হবে মাখনলাল স্কুলে।
আগামীকাল যাতে শান্তিপূর্ণভাবে ভোটগননাপর্ব শেষ হয় সেটাই এখন চাইছে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা।তবে বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি বলেন, ভোটের দিন রাজ্য জুড়ে যে সন্ত্রাস করেছে তৃণমূল বাহিনী তা দেখেছে বাংলার মানুষ। ভোট গণনার দিন যদি অশান্তি হয় তার পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে। অন্যদিকে তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য দীপক লাহিড়ী বলেন, বিরোধীদের লোকজন নেই। তাই এইসব আগে থেকেই মিথ্যা অভিযোগ সাজিয়ে রাখছে। বাম নেতা সুমন চক্রবর্তী বলেন, ভোটের দিন ও মানুষের প্রতিরোধ তৈরি হয়েছিল।ভোট গণনার সময় অশান্তি হলে মানুষের প্রতিরোধ তৈরি হবে।