অবতক খবর, বারাকপুর : শনিবার ভাটপাড়ায় পৌরসভায় একটি সরকারি অনুষ্ঠান ছিল যেখানে উপস্থিত ছিলেন নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া পর্যন্ত সমস্ত পৌরসভার পৌর প্রধান সেখানে উপস্থিত ছিলেন।
পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী সেখানে বলেন ’’বীজপুর পর্যন্ত যে অঞ্চলটি কর্পোরেশন হওয়ার কথা ছিল, কিন্তু বিধি-নিষেধের জন্য সেটি আটকে রয়েছে। সেই জট কাটলেই অঞ্চলটি কর্পোরেশন হবে । তবে এখন কিছু বলা যাচ্ছে না যে এই অঞ্চলে পুরভোট হবে কিনা।
” তিনি আরো জানান এই বিষয়টি প্রক্রিয়ার এর মধ্যে রয়েছে “| অপরদিকে ভাটপাড়া পৌরসভা অঞ্চলের বিভিন্ন তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেছেন, এই অঞ্চলটি কর্পোরেশন হবে এই অঞ্চলে ভোট হবে না।
এখন দেখার এই জল কতদূর গড়ায়। তৃণমূলের এক পক্ষ যখন বলছে কাঁচরাপাড়া থেকে বারাকপুর কর্পোরেশন হবে, অপরদিকে পুরমন্ত্রীর এই বক্তব্য সাধারণ মানুষকে স্বভাবতই ধোঁয়াশায় রয়ে গেল।