অবতক খবর,২২ সেপ্টেম্বরঃ ইতিমধ্যেই রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে সারা রাজ্য জুড়ে টোটো চলাচলের উপর বিধি-নিষেধ জারি করেছে। সেই মর্মে ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় টোটো চালানোর উপর বিধি নিষেধ নিয়ে এসেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। বিগত বেশ কয়েকদিন ধরে ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে ব্যারাকপুর স্টেশন রোড হয়ে চিরিয়া মোর পর্যন্ত টোটো চালানো বন্ধ রাখা হয়েছে। যার জেরে সমস্যায় পড়েছেন কয়েক হাজার টোটো চালক।

আজ টোটো চলাচল নিয়ে জটিল অবস্থা কাটাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক এর সাথে আলোচনা করতে যান দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি সোমনাথ শ্যাম। তার সাথে ছিলেন ব্যারাকপুর পুরসভার 2 কাউন্সিলার জিতব্রত পালিত, রাজা পাশওয়ান। আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইএনটিটিইউসির সভাপতি সোমনাথ শ্যাম বলেন টোটো নিয়ে রাজ্য সরকারের একাধিক বিধিনিষেধ নেওয়া হয়েছে। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তে টোটো চলাচল নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা আজ পুলিশ আধিকারিকের সাথে কথা বললাম খুব দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান হবে।