অবতক খবর,২৯ আগস্ট: ব্যারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ওপর অবস্থিত অতি প্রাচীন হনুমান মন্দির।

আগে মহাবীর সেবা সমিতির অধীনে ওই মন্দিরটি দেখভাল করতো বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপি নেতা মনীশ শুক্লা। কিন্তু মনীশের মৃত্যুর পর মন্দির কমিটি ঘিরে গন্ডগোল চলছে।

রবিবার বেলায় ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তীর মধ্যস্ততায় নতুন কমিটি গড়া নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল।

বিধায়ক ছাড়াও পুর প্রশাসক উত্তম দাস-সহ অন্যান্য বিদায়ী কাউন্সিলররা ওই বৈঠকে হাজির ছিলেন।

অভিযোগ, ৩০-৩৫ জনের বহিরাগত দুষ্কৃতীর দল আচমকা হামলা চালিয়ে বৈঠক ভণ্ডুল করে দেয়।

হামলায় আট জন গুরুতর জখম হয়েছেন। একজনকে গুরুতর জখম অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তরা টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে।

তৃণমূল কর্মীদের অভিযোগ, ওইসব দুষ্কৃতী রাজের উপরে হামলার উদ্দেশ্যই এসেছিল। তাদের হাতে অস্ত্র ছিল।