১লা ফেব্রুয়ারী :
ব্যারাকপুরে পুলিশ কমিশনারের বক্তব্য উড়িয়ে দিলেন নৈহাটির বিধায়ক সনৎ দে। তাঁর দাবি, গতকাল গুলি চলেছে এবং গুলি চালানো হয়েছে। সন্তোষকে গুলি করেই মারা হয়েছে।সনৎ দে’র দাবি কেউ বাড়িঘর ভাঙচুর করেনি। জনরোষে এই জিনিস হয়েছে।
শুধু সিং ভবন নয়, নৈহাটি গৌরীপুর অঞ্চলে একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে দোকান।
যদিও এ বিষয়ে এলাকার বাসিন্দারা একেবারে চুপ।
সন্তোষ যাদব খুনের ঘটনায় যাকে অপরাধী বলা হচ্ছে রাজেশ সাউ, তার বাড়িও ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় আসবাব পত্রে।
অর্জুন সিং এর দাবি, শুধুমাত্র গৌরীপুর মিলে জমি দখল স্কপ বিক্রি এই নিয়ে ঝামেলা এবং খুন।
নৈহাটি গৌরীপুর কুলি লাইন অঞ্চলে। যেখানে বাড়ি ভাঙচুর হয়েছে সেখানে কেউই মুখ খুলতে চাইছে না। যদিও এক এলাকা বাসীর দাবি রাজেশ সাউ এক সময় সিপিএম করতো পরবর্তীকালে কিছুদিন তৃণমূল করেছে। এখন সে কোন দল করে না।
অন্যদিকে সন্তোষ এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত। যদিও বিজেপি নেতা রূপক মিত্র এই খুনের পেছনে বিজেপির কোন যোগ নেই বলে দাবি করেন।