নিজস্ব প্রতিবেদন : অবতক খবর : আগামী বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট হচ্ছে উত্তর ২৪ পরগনার ১৩ টি আসনে। ওই সমস্ত আসনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ব্যারাকপুর কে । এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে খবর।
বৃহস্পতিবার ভোট হবে উত্তর ২৪ পরগনা জেলার বাগদা, উত্তর বনগাঁ, দক্ষিণ বনগাঁ, বাদুড়িয়া, গাইঘাটা, সরুপনগর, অশোকনগর, হাবরা, আমডাঙ্গা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খরদহ, দমদম উত্তর আসনে। এরমধ্যে ব্যারাকপুর বিধানসভার উপর অতিরিক্ত নির্দেশিকা এসেছে দিল্লি নির্বাচন কমিশন তরফ থেকে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র।
ভোটের দিন এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যারাকপুরে মোতায়েন করা হবে অতিরিক্ত পাঁচটি QRT Van. এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার কে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।
অন্যদিকে সিতালকুচি ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনালাপেরনে পালি রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। উল্লেখ্য শীতলকুচি তে গুলি চালানোর ঘটনার পর কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায় কে ফোন করে নিহতের লাশ আগলে রাখতে বলেন মমতা। গুলি চালানোর পরদিনই তার সেখানে যাওয়ার কথা ছিল। এমনটাই একটি ফোনালাপ প্রকাশ্যে এনেছে বিজেপি , ওই ফোনের ব্যাপারে জানতে চাইল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
প্রসঙ্গত ওই ফোনালাপের সত্যতা যাচাই করিনি অবতক খবর।