অবতক খবর,১৫ আগস্ট,বাঁকুড়াঃ- কয়েক দিন আগেও নিম্নচাপ জনিত বৃষ্টির জেরে সেতুটি ছিল জলের তলায়। সমস্যায় বাঁকুড়া-২ ব্লকের মানকানালী গ্রাম পঞ্চায়েতের একটা বড় অংশের মানুষ। জল কমাতে আরো বড় বিপদের সম্মুখীন হলেন তারা।
বাঁকুড়া শহরের সঙ্গে ঐ এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম গন্ধেশ্বরী নদীর উপর মানকানালী সেতু। বর্তমানে সেই সেতুই ভগ্নপ্রায়। সেতুর একটা অংশ জলের তোড়ে ভাসিয়ে নিয়ে চলেছে। রাস্তাঘাটের অবস্থাও তথৈবচ।

ঐ এলাকার মানুষ জানিয়েছেন, জীবিকা নির্বাহ থেকে কেউ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে পৌঁছাতে হলে এই রাস্তাটিই ভরসা। আর সেই রাস্তা বেহাল হয়ে পড়ে থাকলে সমস্যা বাড়ে বৈ কমেনা।
ফলে যেকোন সময় ছোটো বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন ঐ এলাকার মানুষ।
স্থানীয় বিজেপি নেতা অর্ধেন্দু মুখার্জী বলেন, ‘৭২ সালে এই সেতু তৈরী হয়। তারপর আর এই সেতু নিয়ে কেউ ভাবেনি। অসংখ্য ফাটল দেখা দিয়েছে। এই সেতু পুনঃনির্মাণে জেলা পরিষদ উদাসীন বলে তিনি অভিযোগ করেন।
জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্ম্মু বলেন, ঐ সেতু সেচ দপ্তর দেখা শোনা করে। এবার ভারী বৃষ্টিতে সেতুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি আমাদের নজরে আছে। মানুষের সমস্যা যাতে না হয় সেবিষয়ে আলাপ-আলোচনা করা হবে বলে তিনি জানান।