অবতক খবর,৩০ এপ্রিল:গোটা দেশ তথা রাজ্যেও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা পরিস্থিতি। প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ সংক্রমিত হচ্ছেন। প্রতিদিন মানুষ তাদের প্রিয়জনকে হারাচ্ছেন। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, হাসপাতালে বেড পাওয়া মুশকিল হয়েছে মানুষের। আর সেই কারণে একপ্রকার বাধ্য হয়েই আংশিক লকডাউনের পথে রাজ্য।
আজ থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে রাজ্যের সমস্ত শপিং মল, সিনেমা হল, রেস্তোরাঁ,বিউটি পার্লার,স্পা, কোচিং সেন্টার,জিম,স্যুইমিং পুল,স্পোর্টস কমপ্লেক্স।
এছাড়া বাজার খোলার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট সময়সীমা। বাজার-হাট খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। ওষুধের দোকান এবং মুদিখানার ক্ষেত্রে কোন নিয়ম লাগু করা হয়নি। এর পাশাপাশি হোম ডেলিডারি এবং অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও রয়েছে ছাড়।
আজ শুক্রবার বিকেলে নবান্ন থেকে মুখ্যসচিবের সই করা জারি বিজ্ঞপ্তিতে রাজ্য সরকার এই নির্দেশনামা জারি করেছে। পরের নির্দেশ জারি না করা পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে।
অন্যদিকে ২রা মে ভোট গণনার দিন কোনরকম কোন জমায়েত হবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।
রাজ্য সরকারের জারি করা নিয়মগুলি নিম্নরূপঃ
১.সমস্ত শপিং কমপ্লেক্স,মল, বিউটি পার্লার,সিনেমা হল, রেস্তোরাঁ,বার,স্পোর্টস কমপ্লেক্স,জিম,স্পা,সুইমিং পুল বন্ধ থাকবে(হোম ডেলিভারি ও অনলাইন সার্ভিসের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে না)।
২.সমস্ত বাজার-হাট সকাল ৭টা থেকে ১০টা ও দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে(ওষুধের দোকান ও মুদিখানার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়)।
৩.সমস্ত রকম সামাজিক, সাংস্কৃতিক জমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
৪.নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোট গণনার দিন সমস্ত জমায়েত নিষিদ্ধ।কোনরকম বিজয় র্যালি,শোভাযাত্রা বের করা যাবে না।
৫) এই বিজ্ঞপ্তির কোনরকম অন্যথা হলে ২০০৫ সালের ডিস্ট্রিক্ট্র ম্যাজিস্ট্রেট আইনে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।