অবতক খবর,১৭ ফেব্রুয়ারী :  সাত সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা,ডাম্পারের ধাক্কায় উল্টে গেল একটি ছোট চারচাকা গাড়ি আর তাতেই মর্মান্তিকভাবে মৃত্যু হল এক স্কুল ছাত্রের।
কান্দির থানার জীবন্তি লক্ষীনারায়নপুর গ্রামে সকাল আটটা নাগাদ ভয়াভয় পথ দুর্ঘটনা প্রাণ গেলো ছাত্রের আহত মা, ট্রাফিক নিয়ন্ত্রনের দাবীতে দফায় দফায় পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর, জানা গেছে শিশুর নাম হাবিবুর শেখ বয়স চার বছর, মা হাজরা খাতুন।

মৃত শিশুকে এবং আহত মাকে নিয়ে বহরমপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে.
পরিবার সূত্রে জানা গেছে লক্ষীনারপুর গ্রামের বাসিন্দা হাজারা বিবি তার চার বছরের পুত্র সন্তান কে নিয়ে শিশু শিক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিল।

সেই সময়ই ডাম্পারের ধাক্কায় ম্যাজিক গাড়িটি উল্টে যায়। মর্মান্তিকভাবে শিশুর মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, ট্রাফিক নিয়ন্ত্রণ সহ রাস্তা মেরামত এবং বাম্পারের দাবিতে মাধ্যমিক পরীক্ষার দিনেই এলাকাবাসি পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। যদিও পুলিশ প্রশাসন এলাকাবাসীর দাবি মেনে নিলে পরীক্ষার জন্য অবরোধ তুলে নেওয়া হয়।