অবতক খবর,২৮ আগস্ট,ডুয়ার্স: খরস্রোতা তিস্তা নদীতে ভেসে আসা জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে তলিয়ে গেলেন এক মহিলা। মহিলার দেহ খুঁজতে নামলো বিপর্যয় মোকাবিলা দল।ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের অধীনে টোটগাঁও বস্তিতে।
তলিয়ে যাওয়া মহিলার নাম পূর্নিমায়া রাই (৫৩), বাড়ি টটগাও বস্তিতে।
মালবাজার ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম টোটগাঁও।
আর গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে তিস্তা নদী। ক্রমাগত ভারী বৃষ্টির ফলে পাহাড় থেকে তিস্তা নদী দিয়ে ভেসে আসে কাঠ, গাছের গুড়ি ইত্যাদি।
টোটগাঁও বস্তির অনেকেই এইসময় নদীতে ভেসে আসা কাঠ সংগ্রহ করে।
শুক্রবার সকালে পূর্নিমায়া রাই এই রকম ভাবেই কাঠ সংগ্রহ করছিলেন। আচমকা পা পিছলে নদীর জলে পড়ে তলিয়ে যান তিনি। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় মালবাজার থানার পুলিশ। মালবাজার মহকুমার বিপর্যয় মোকাবিলা আধিকারিক ও এন ডি আর এফ টিম ঘটনাস্থলে পৌঁছে নদী জুড়ে তল্লাশি শুরু করেছে।
মালবাজার মহকুমা ডিজাস্টার ম্যানেজমেন্ট আধিকারিক পল্লব বিকাশ মজুমদার জানান, “আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছিলাম। তলিয়ে যাওয়া মহিলার খোঁজ করতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।”
প্রসঙ্গত মালবাজার মহকুমা শাসক পীয়ুস সালুংকে বলেন, “বিপর্যয় মোকাবিলা দল তল্লাশি শুরু করেছে। মহিলার খোঁজ করতে আমরা নদীর সর্বত্র নজরদারি চালাচ্ছি।”