অবতক খবর,১৬ মার্চ, ভাঙড়: পঞ্চায়েত ভোটের আগে বারবার রাজনৈতিক সংঘর্ষের উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনা ভাঙড়। ভাঙ্গড় বিধানসভায় নতুন অবজারভারের দায়িত্ব পান ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা। নতুন অবজারভারের দায়িত্ব পেয়ে গোষ্ঠী কোন্দল ভুলে গিয়ে একই মিছিলে বা মেলাতে দেখা গেল শওকাত কাইজার আরাবুলকে।
সারা বছরই ভাঙ্গরের নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ যাই থাকুক না কানে ভোটের আগে তা প্রকট হয় অনেক বেশি। এবার তাই পঞ্চায়েত ভোটের আগেই সেই গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে সচেষ্ট তৃণমূল নেতৃত্ব। আর তাই শওকত মোল্লা কায়সার আহমেদ আরাবুল ইসলাম সকলেই মৌন মিছিল করলেন বাসন্তী হাইওয়েতে। ভাঙ্গরের বড়ালী ঘাট থেকে ঘটকপুকুর পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার বিরাট মিছিল করা হয় বৃহস্পতিবার বিকালে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় মেসির শুরু হতে যথেষ্ট দেরি হয়। কয়েক হাজার মানুষের জমায়েত হয় এই মিছিলে।
মূলত গত কয়েকদিন আগে ফুরফুরা শরীফে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার প্রতি কুৎসিত মন্তব্য করায় প্রতিবাদের এই মিছিল করা হয়। ধিক্কার মিছিল বলা হলেও ঐক্যবদ্ধ তৃণমূলকে দেখানো হয়েছিল এই মিছিলের মূল লক্ষ্য। এদিন এই মিছিলের শেষে শওকত মোল্লা সাংবাদিকদের প্রশ্নের উত্তর বলেন ফুরফুরা শরীফের পরিকল্পিত ভাবে আমাকে খুন করার চেষ্টা হয়েছিল। তারই প্রতিবাদে এদিনের এই মিছিল। ধর্মীয় স্থান থেকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা কখনোই কাম্য নয়। আমরা তার প্রতিবাদ জানাই।
মুখে কালো কাপড় বেঁধে এ দিন মিছিলে উপস্থিত হন তৃণমূলের কর্মী সমর্থকরা। শওকত মোল্লা বলেন,ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী এলাকার মানুষের জন্য কোন উপকার কাজ করেনি। এলাকার মানুষদের ব্যবহার করা হয়েছে সন্ত্রাসের কাজে। এলাকার উন্নয়নের জন্য বিধায়ক যে টাকা পেয়েছে সেই টাকার কোন প্রকার কাজ করেনি নওশাদ সিদ্দিকী। আগামী পঞ্চায়েত ভোটে মানুষের যোগ্য জবাব দেবে। মিছিল থেকে কার যত ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লার গলায় সুর মেলাতে দেখা গেল আরাবুল ইসলামকে। আরাবুল ইসলাম বলেন ভাঙড়ে মানুষ শান্তিপ্রিয় মানুষ। এরা সন্ত্রাস চায়না নওশাদ সিদ্দিকী একজন পীরজাদা হয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক না বজায় রেখে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে এলাকায়। আগামী দিনে মানুষের যোগ্য জবাব দেবে। এই বিষয়ে নওশাদ সিদ্দিকী বলেন, ভাঙড়ে উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে আমি একাধিক প্রকল্প নিয়ে একগুচ্ছ আবেদন করেছি রাজ্য সরকার সেই উন্নয়নমূলক প্রকল্প বা এলাকায় উন্নয়নের জন্য কোন কাজ ইতিমধ্যেই শুরু করেনি। পঞ্চায়েত ভোটের আগে যদি এলাকায় উন্নয়নের জন্য টাকা বরাদ্দ না করে রাজ্য সরকার তাহলে আমি নিজের বাড়ির টাকা দিয়ে এলাকার মানুষের জন্য উন্নয়ন করব। বিধানসভায় ভাঙ্গরের মানুষ প্রমাণ করে দিয়েছে ভাঙড়ে মানুষ তৃণমূলকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করেছে। ভাঙড়ে মানুষ সংযুক্ত মোর্চা সঙ্গে আছে এবং সঙ্গে থাকবে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে মানুষ এলাকার উন্নয়নের জন্য সংযুক্ত মোর্চাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে তৃণমূল।