অবতক খবর,১১ এপ্রিল: ব্যারাকপুর মহকুমা অর্থাৎ ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ভাটপাড়া একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল। এটি এক সময়ে ভট্টপল্লী বলে খ্যাত ছিল। ‌এই অঞ্চলের গঙ্গার তীরবর্তী জুড়ে রয়েছে চটকল এবং শ্রমিক অধ্যুষিত অঞ্চল এটি। এই অঞ্চলটিকে একটি মিনি ভারতবর্ষ বলা হয়। কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শ্রমজীবী মানুষ এখানে রয়েছেন। এখানে রয়েছে শ্রমিক বস্তি মহল্লা। অর্থাৎ পন্ডিতদের জন্যই এই অঞ্চলটি কেবলমাত্র বিখ্যাত নয়, সাধারণ শ্রমজীবী মানুষের জন্যও এই অঞ্চলটি অত্যন্ত পরিচিতি লাভ করেছে। এই অঞ্চলের যে চটকল তার যে নির্মিত দ্রব্য ভারতবর্ষের বাইরেও রপ্তানি হয়।

এই ভাটপাড়া অঞ্চলটির মূলত ৮ নং ওয়ার্ড করোনা প্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। ৯ নং ওয়ার্ডের উপর নজরদারি রাখা হয়েছে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেইজন্য প্রশাসনিকভাবে করোনা প্রবণ অঞ্চলটি থেকে ৩০ ফুট ছাড় দিয়ে অর্থাৎ যাতে মানুষ তার সংস্পর্শে না আসতে পারে, সেইজন্য ব্যারিকেড করে দেওয়া হয়েছে।

আজ ভাটপাড়া বাজার বন্ধ রেখে স্যানিটাইজেশন করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার অধিবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে ১ নং থেকে ৫ নং ওয়ার্ড পর্যন্ত ব্যারিকেড গড়ে তুলেছে। ভাটপাড়া কালীমন্দির ঘিরেও ব্যারিকেড দেওয়া হয়েছে। পুলিশি টহলেরও ব্যবস্থা করা হয়েছে।

অর্থাৎ ব্যারাকপুর মহকুমা অঞ্চলের সতর্ক হওয়ার সময় হয়েছে, সাধারণ মানুষকে প্রতিমুহূর্তে সতর্ক এবং সচেতন থাকতে হবে। একটি উল্লেখযোগ্য কথা না বলে পারা যাচ্ছে না যে, প্রয়োজনে ওই এলাকাটি এড়িয়ে চলতে হবে। এটা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, বরং মানুষকে স্বাস্থ্য সচেতন হওয়ার জন্যই আমাদের অবতক-এর পক্ষ থেকে এটা জানানো হচ্ছে। অর্থাৎ করোনা তার হাত প্রসারিত করেছে। এটি আমাদের ভাববার সময় হয়েছে এবং আরও কঠোরভাবে আমাদের লকডাউন পালন করতে হবে। অপ্রয়োজনীয়ভাবে বাইরে বেরনো চলবে না।উল্লেখযোগ্যভাবে উত্তর চব্বিশ পরগণা জেলার বেলঘরিয়া,লেকটাউন অঞ্চল,মধ্যমগ্ৰাম হটস্পট এলাকা বলে চিহ্নিত হয়েছে এবং ভাটপাড়াও হটস্পট চিহ্নিত হবে বলে আমাদের কাছে খবর রয়েছে। ‌ প্রশাসনিকভাবে সেই জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে থাকবে ত্রিস্তরীয় প্রশাসনিক ব্যবস্থা। ‌যাতে কমিউনিটি স্প্রেড না হয়।
জনগোষ্ঠীর মধ্যে অঞ্চলগতভাবে করোনা যাতে বিস্তার লাভ না করতে পারে সেইমত প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

জানা গেছে, উত্তর ২৪ পরগণার দশটি এলাকা হটস্পট হিসেবে চিহ্নিত হতে চলেছে।