অবতক খবর,১৬ ফেব্রুয়ারিঃ শ্রমিকদের ওপর অত্যাচারের প্রতিবাদে বারবার সরব হতে দেখা যাছে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিংকে। গতকাল বিকেলে ভাটপাড়া রিলায়েন্স জুটমিল লাইনে এক তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন ও রাষ্ট্রীয় চটকল মজদুর ইউনিয়নে যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় যোগ দিয়েছিলেন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং। সেই সভা মঞ্চেই ব্যানার- পোস্টার এমনকি দলীয় পতাকা পোড়ানোরও অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। রিলায়েন্স জুট মিলে সামনে যে সভা মঞ্চে সাংসদ বক্তব্য রেখেছিলেন সেই মঞ্চই আগুন লাগিয়ে দেওয়ার ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।
রিলায়েন্স মিলে শ্রমিক নেতা রাম করন চৌধুরী বলেন, দুষ্কৃতীরা এই কাজ করেছে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। যদি দোষীরা শাস্তি না পায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে শামিল হব। অন্যদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা পুলিশ তদন্ত করে দেখবে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। গোটা বিষয় নিয়ে সবদিক খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।