অবতক খবর,৪ জুন: ভাটপাড়া তৃণমূল দলের নিশ্চিত মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখানে রীতিমতো বিজেপি এবং তৃণমূলে টক্কর চলছে। ভাটপাড়াতে বর্তমানে বিজেপি সাংসদ অর্জুন সিং-এর একটা আধিপত্য রয়েছে। যখন তিনি তৃণমূল নেতা ছিলেন তখনও তাঁর আধিপত্য ছিল। সেখানে রাজনৈতিক পটপরিবর্তনে বিজেপির প্রাধান্য দেখা দিয়েছে।
এই রাজনৈতিক লড়াই, পাল্টা লড়াইয়ে সুবোধ অধিকারীকে উপযুক্ত নেতা মনে করে তৃণমূল দলের পক্ষ থেকে তাঁকে ভাটপাড়ার অবজারভার করা হয়েছে। গতকাল জেলা সমিতিতে একটি আলোচনা হয়। তাতে ভাটপাড়া অঞ্চলে তৃণমূলের প্রাধান্য রক্ষা করার জন্য জেলা নেতৃত্ব মনে করেন উপযুক্ত হলেন সুবোধ অধিকারী।
সুবোধ অধিকারীই, একমাত্র বিজেপি নেতা তিনি যত বড়ই সাংসদ হোন না কেন অর্জুন সিং-এর পাল্টা দিতে পারবেন। সুবোধ অধিকারী জেলা সাধারণ সম্পাদক রয়েছেনই, উপরন্তু তিনি অতিরিক্ত দায়িত্ব পেলেন ভাটপাড়ার পর্যবেক্ষক হিসেবে।