অবতক খবর,২২ ডিসেম্বর: ভাটপাড়া পুরসভার পুর প্রশাসক গোপাল রাউতের উদ্যগে দুয়ারে স্বাস্থ্য পরিষেবার প্রথম ধাপ দুয়ারে এম্বুলেন্স পরিষেবা চালু হলে। পুরসভায় কন্ট্রোল রুম খুলে কর্মী নিযুক্ত করে দিবারাত্র এই পরিষেবা চালু থাকবে। কন্ট্রোল রুমে থাকা রেজিস্টার বুকে নথিভুক্ত থাকবে, এম্বুলেন্সগুলো কখন কোথায় গেল।
পুর প্রশাসক গোপাল রাউত বলেন, আপাতত দশটি এম্বুলেন্স নিয়ে এই পরিষেবা চালু হল। প্রয়োজনে নতুন এম্বুলেন্স কেনা হবে। পুরসভার এক্সিকিউটিভ অফিসার তন্ময় ব্যানার্জি বলেন, এম্বুলেন্সে পুরসভার কর্মী থাকবে, তারা রোগীকে হাসপাতালে ভর্তি করিয়ে তবেই ফিরবে। আগামীদিনে এম্বুলেন্সের সংখ্যা আরও বাড়েনো হবে।