অবতক খবর,২৭ সেপ্টেম্বর: আজ পূর্ব বর্ধমানের ভাতার পশু চিকিৎসা কেন্দ্রে পুনরায় বিক্ষোভ দেখান কিছু পশুপ্রেমী। রাস্তায় গাড়ি এক্সিডেন্টের ফলে দুটি কুকুর মারাত্মকভাবে জখম হয়েছিল 25/09/2021 তারিখে। একটি কুকুরের দুটো চোখ বেরিয়ে আসে। আরেকটি প্রচন্ড ভাবে অসুস্থ হয়ে যায়, স্যালাইন ও দিতে হয়।পশু চিকিৎসালয়ের কর্মীদের চিকিৎসা করার কথা বলা হলেও স্বাস্থ্যকর্মীরা কোনো গুরুত্বই দেন নি। ডক্টর ঊষা দেবী দের বক্তব্য অনুসারে এই চিকিৎসা কেন্দ্র পর্যাপ্ত পরিমাণে ওষুধ সাপ্লাই হয় না। পশুপ্রেমী বিশ্বজিৎ রায় এবং শেখ আমির এর উদ্যোগে এই কুকুর দুটিকে রাস্তা থেকে উদ্ধার করে পশু চিকিৎসালয় নিয়ে আসা হয়েছিল। কিন্তু উপযুক্ত চিকিৎসার অভাবে কুকুরের চোখ দুটি নষ্ট হয়ে যায়। ভাতারের পশুপ্রেমী বিশ্বজিৎ রায় এবং টুম্পা রায় নিজেদের তত্ত্বাবধানে কুকুর দুটিকে রেখে নিজেদের খরচে চিকিৎসা করে এবং আজকে পুনরায় হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসে। কিন্তু আবার দেখা যায় গাফিলতি, স্বাস্থ্যকর্মীরা কোনরকম গুরুত্ব দেন না, ভর্তি না করে ঘন্টার পর ঘন্টা কুকুর দুটিকে ফেলে রাখে। ডক্টর ঊষা দেবী দে এর মত অনুসারে এই চিকিৎসা কেন্দ্রে ভর্তির কোনো পরিকাঠামো নেই। পশুপ্রেমী বিশ্বজিৎ রায় , টুম্পা রায় এবং আমির সেখের বক্তব্য অনুসারে ভাতার পশু চিকিৎসালয় কেন্দ্রে দীর্ঘদিন ধরেই চলছে পশু চিকিৎসার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ। সাধারণ মানুষ গরু ছাগল পুষে জীবিকা নির্বাহ করে এই সমস্ত পশুদের চিকিৎসা করাতে এলে তারা হতাশ হয়ে ফিরে যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 27/09/2021 তারিখে শতাধিক লোক নিয়ে বিক্ষোভ দেখায় শতাধিক পশুপ্রেমী। পরে ভাতার থানার পুলিশ এসে হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি সামাল দেয়।অবশেষে প্রাণী স্বাস্থ্যের জেলা ডেপুটি ডিরেক্টরকে অভিযোগ জানাবে বলেও তারা সিদ্ধান্ত নেয়।