অবতক খবর , বিজু ,আসানসোল :- কৃষকদের ডাকা ৮ই ডিসেম্বর বনধ ও দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে আসানসোলের কন্যাপুরে জেলা শাসকের অফিসে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি তুলে দিলেন শিখ সম্প্রদায়ের মানুষ।
এদিন আসানসোলের পোলো গ্রাউন্ড থেকে ট্রাক্টর মিছিল করে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের অফিসে যায়।
এই ট্রাক্টর মিছিলে আসানসোলে গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি, আসানসোল গুরুদুয়ারা সহ জেলা সমস্ত গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত কৃষি আইনের বিরুদ্ধে দিল্লিতে কৃষকদের আন্দোলন চলছে।কৃষক সংগঠনগুলি আগামী ৮ই ডিসেম্বর কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বনধের ডাক দিয়েছেন।
সেই বনধের সমর্থনে এদিন ট্রাক্টর মিছিল করে জেলা শাসকের অফিসে বিক্ষোভ দেখিয়ে জেলাশাসক পূর্ণেন্দু মাজির হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে।এই আন্দোলনের মাধ্যমে শিখ সম্প্রদায়ের মানুষদের দাবি অবিলম্বে কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন।