অবতাকখবর  সংবাদদাতা :- সাগর পাড়া থানার বামনাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ৭১ বোতল মাদক দ্রব্য উদ্ধার করল ১১৭ নাম্বার ব্যাটেলিয়ন বিএসএফ। জার বাজার মূল্য আনুমানিক ৫১,৯৮০ টাকা।

পাটের খেত ও গভীর রাতের অন্ধকারের সুযোগ নিয়ে রাত ২ টো ৩৫ মিনিট নাগাদ সীমান্ত পেরিয়ে তিন বস্তা মাদক দ্রব্য নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টায় ছিল তিন পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে  বিএসএফ জওয়ানরা একটি টিম তৈরি করে পাচারকারীদের চিহ্নিত করে তাদের দিকে ধাওয়া করে।পাচারকারীরা বিএসএফদের দেখতে পেয়ে মদক দ্রব্য ফেলে দৌড়ে পালিয়ে যায় বলে বিএসএফ সূত্রের খবর।