অবতক খবর,৭ আগস্ট: করোনা আবহে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ১১০ টি অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগী করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতই আজ প্রাথমিক পর্যায়ে ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়।

সাম্প্রতিক দুই দেশের সম্পর্ক আরো মজবুত করতে ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে বাংলাদেশের করোনাকালে কয়েকদিন আগে অক্সিজেন পাঠিয়েছিল ভারত। আর এবার অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ালো ভারত।