২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। স্বাধীনতন্ত্র-গণতন্ত্র সবই এখন গুব গুবা গুব গুবি যণ্ত্র। কেমন আছে ভারতমাতা?

ভারতবর্ষ
তমাল সাহা

কোন দেশেতে এত নেতা
কোন দেশেতে এত দল?
কোন দেশেতে চলতে গেলেই
দেখতে হয় রে গোষ্ঠী কোন্দল?

কোথায় হাঁটে তোলার দল
পুকুর ভরাট চলে রে?
সে আমাদের ভারতবর্ষ
আমাদেরই ভারত রে!

কোথায় ডাকে কর্পোরেটে
নেতা যায় ফান্ডের কাছে?
কোথায় স্থলে সারদা চলে
সততা হাঁটে পাছে পাছে?

বন্ধ মিলে জমছে ঝুল
দাঙ্গা কোথায় বাঁধলো রে?
সে আমাদের ভারতবর্ষ
আমাদেরই ভারত রে !

দলিত দলন, নারী ধর্ষণ
মরমে পশি আকুল প্রাণ ?
কোথায় গেলে শুনিরে ভাই
লড়াকু সুর, যুদ্ধের গান?

রাফাল,টেট কেলেঙ্কারি
এতো কাণ্ড কোথায় রে?
সে আমাদের ভারতবর্ষ
আমাদেরই ভারত রে!

গণতন্ত্রের ঘুরছে চাকা!
কোথায় মেলে ঘুষের টাকা?
মন্ত্রী-মস্তান ভাই ভাই
তুমি আমি তুলছি হাই।

সিন্ডিকেট কোথা বাসা বোনে
গরিব মরে অনাহারে?
সে আমাদের ভারতবর্ষ
আমাদেরই ভারত রে!

পার্লামেন্টের বিশাল বাড়ি
দাগি আসামির ঘোরাঘুরি।
এটা নাকি জন-দরবার?
লেনিন বলে,শুয়োর খোঁয়াড়।

ভগত,সুভাষের তেজী কন্ঠ
কোথায় বেজে উঠল রে?
সে আমাদের ভারতবর্ষ
আমাদেরই ভারত রে!

শিল্পের নামে হট্টমেলা
আচ্ছে দিনের ষোলো কলা।
চাষির দেহ ঝুলছে গাছে
সিভিক শব্দে মজা আছে।

নেতা মস্তানে দেশটি খেলো
কালোটাকা তো ফস্কে গেল।
সে আমাদের ভারতবর্ষ
আমাদেরই ভারত রে!

কোন দেশের মিথ্যাচারে
বেড়ে ওঠে ঘৃণা ক্রোধ।
কোন দেশের যুদ্ধগাথায়
প্রতিরোধ আর প্রতিশোধ?

বাঘা যতীন, সূর্য সেনের
গেরিলা লড়াই কোথায় রে?
সে আমাদের ভারতবর্ষ
আমাদেরই ভারত রে!

সেই আদর্শ রেখে মনে
আমরা পদাতিক ময়দানে।
প্রভাত কিরণ লুকিয়ে নীলে
মানুষেরই জয়গানে।