অবতক খবর , শিলিগুড়ি :       সারা রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়ি জুড়ে ক্রমশই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উদবিগ্ন গোটা শহরবাসী।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অক্লান্ত পরিশ্রম করছে বিজ্ঞানীমহল থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র। এমত পরিস্থিতিতেও রাজ্য সরকার শুধুমাত্র আশ্বাস দিয়ে চলেছে।

আম্বুলেন্স জোগাড়ের সময় অস্বাভাবিক পরিমান টাকা চাওয়ার প্রতিবাদে, নার্সিংহোমে রোগী ভর্তির সময় পরিবারের প্রতিনিয়ত পড়তে হচ্ছে হয়রানির মুখে, এই সকল একাধিক দাবিতে বুধবার ভারতীয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জেলা মূখ্য স্বাস্থ্য অধিকারিক প্রলয় আচার্যকে স্মারকলিপি দেওয়া হয়।

কমিউনিস্ট পার্টির সদস্য জয় চক্রবর্তী জানান, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি হাসপাতালে ১০% শয্যা বৃদ্ধি করার ঘোষণা হলেও এখনো তা বাস্তবে হয়নি, শবদেহ বহনকারী গাড়ির মালিকরা মৃতদেহ সৎকারে নিয়ে যাওয়ার জন্য অস্বাভাবিক ভাড়া চাইছে, এই বিষয় গুলোর উপর কোনো নজরদারি নেই সরকারের। তারা আরো দাবি করেন, অবিলম্বে হাসপাতালের সংখ্যা বৃদ্ধি করতে হবে।