অবতক খবর,২৯ সেপ্টেম্বরঃ সাত সকালে চুরির ঘটনা ঘটলো হরিণঘাটা থানার অন্তগত বিরহী রায়পাড়ায়।
জানা যায় আজ সকাল ৯ টা নাগাদ, নীলিমারায় নামে একজন মহিলা তিনি একাই থাকেন বাড়িতে।
ওই সময় দুইটি মহিলা ভিক্ষা নেবার উদ্দেশ্যে তার বাড়ি যান, নীলিমা রায় তখন বাড়ির পিছনেই ছিলেন। সেই সুযোগে, একজন মহিলা ও তার সাথে থাকা একজন নাবালিকা, ওই বাড়িতে প্রবেশ করেন, ঘরের শোকেসে থাকা ব্যাগের থেকে টাকা নিয়ে চম্পট দিতে থাকেন। তৎক্ষণায় নজরে আসেন নীলিমা রায় নামে ওই বাড়ির মালিক ।
ভিক্ষুক বেশি আসা ওই মহিলা ও তার সাথে থাকা নাবালিকা মেয়েকে নিয়ে চম্পট দিতে থাকেন, চেঁচামেচি করতেই, আশেপাশের থেকে মানুষ ছুটে আসেন, তারপর সকলে মিলেই ধরে ফেলেন, ওই মহিলাটিকে, এবং তার হাতে থাকা টাকা দেখে সন্দেহ হয়। তাকে ধরে জিজ্ঞেস করতেই তিনি অস্বীকার করেন, তারপর প্রতিবেশীরা মারধর করতেই, তিনি স্বীকার করেন, ঘরের থেকে ৪০০ টাকা নিয়েছেন।
বাড়ির মালিক নীলিমারায়ের দাবি তার ব্যাগে ৯০০ টাকা ছিল। ৪০০ টাকা ফেরত দিলেও ৫০০ টাকা ফেরত দেয়নি।
ঘটনাস্থলে খবর দেওয়া হয় মোহনপুর পুলিশ ফাঁড়িতে, পুলিশ ফাড়ির পুলিশ প্রশাসন এসে, সকল বিস্তারিত জানার পর, ওই মহিলা ও তার নাবালিকা মেয়েকে উদ্ধার করে নিয়ে যান, মোহনপুর ফাঁড়িতে ।
তবে একটাই বলার বিষয়, এই ধরনের ঘটনা কোমশই ঘুরছে, কারো বাড়িতে হয়তো টাকা, বা কারো বাড়ির জিনিসপত্র নিতে, বা খাবারের লোভ দেখিয়ে শিশু পাচারের ঘটনায়, অনেক শোনা যায়,। কেউ আসেন ভিক্ষুক বেশে আবার কেউবা পাগল সেজে।
প্রতিবেশীরা জানান, আমরা কাকে বিশ্বাস করবো, ভিক্ষুক বেশে এসে, চুরি করার ঘটনা, এরকম চলতে থাকলে, প্রকৃত যারা ভিক্ষুক, তাদের অচেনা দায় হয়ে দাঁড়িয়েছে। সতর্ক থাকুন।