অবতক খবর,১৬ আগস্টঃ পুলিশ সূত্রে খবর, ২৪ জুন চিনার পার্ক এলাকার একটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশের তথ্যে উঠে আসে এই ভুয়ো কল সেন্টারের মধ্যে দিয়ে বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে প্রতারণা করা হত। তদন্ত এগোনোর সময় পুলিশ জানতে পারে এই সংস্থাকে বিদেশি নাগরিকদের ডেটা প্রোভাইড করতো অন্য এক তৃতীয় ব্যক্তি।

সেই সূত্র ধরেই গতকাল রাতে নৈহাটি এলাকায় হানা দিয়ে অপু সাহু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সূত্রের খবর লক্ষাধিক টাকার বিনিময় এই ডেটা প্রোভাইড করতো সাইবার ক্যাফের মালিক এই ব্যক্তি। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে।

পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই ব্যক্তি ডেটা কিভাবে জোগাড় করতো সেই তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।