অবতক খবর: দু’দিন পরেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ফলে রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের দিন শনিবার আকাশ মেঘলা থাকতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ওই ঘূর্ণাবর্ত তৈরি হলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে বর্ষার ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কিছুটা তাপমাত্রা কমে যাবে। এখন যে অস্বস্তিকর গরম লাগছে, সেই দশা থেকে কিছুটা মুক্তি পাওয়া যাবে বলে জানিয়েছেন ।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, যতক্ষণ না নিম্নচাপের মতো কোনও ‘সিস্টেম’ তৈরি না হচ্ছে, ততক্ষণ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি হবে না। কিন্তু শুক্রবারের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার জেরে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। সেইসঙ্গে দুই ডিগ্রির মতো তাপমাত্রা কমে যাবে।
আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টি হচ্ছে না। খুব সামান্য বৃষ্টি হচ্ছে। সেই পরিস্থিতিতে তাপমাত্রা বেড়েছে। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিও বাড়ছে। বিকেল-সন্ধ্যার দিকে যা বৃষ্টি হচ্ছে, তাতে তেমন রেহাই মিলছে না। সকালের অস্বস্তি থেকেও রেহাই পাচ্ছেন না মানুষ।