অবতক খবর :: রাজীব মুখার্জী :: হাওড়া ::     হাওড়া পুরসভার পুর পরিষেবা না পেয়ে দুর্ভোগের শিকার এলাকার মানুষ। রাস্তার বেহাল দশা, পানীয় জল নেই, নিকাশি ব্যবস্থার হল খারাপ। একটু বৃষ্টিতে নর্দমার জল আর রাস্তার জমা জলে বর্ষা সব একাকার হয়ে যায়। তারউপর এখন করোনার আতঙ্ক আরেক দিকে ডেঙ্গুর আতঙ্ক সবমিলিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার মানুষ।

হাওড়ার বালটিকুরি ঘোষপাড়া ৪৯ নম্বর ওয়ার্ড এহেন দশা। নিকাশি পরিষেবা ভেঙে যাওয়ায় নর্দমার জল এখন রাস্তায় জেকখান থেকে ঘরের ভেতরে । এককথায় নর্দমার পচা জলে নোংরা জলে বসবাস। পাশাপাশি ভাঙাচোরা রাস্তায় খানাখন্দ না বুঝতে পেরে উল্টে যায় গাড়ি। মুখ থুবড়ে পড়ে চলতি বহু মানুষ ভাঙছে হাত পাও। বারবার জন প্রতিনিধি দের জানিয়েও কোন রকম ফল হয়নি। তাই অবশেষে পথে নামলেন এলাকার মানুষ ।

জনপ্রতিনিধিদের না পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন সংবাদমাধ্যমের সামনে। তাদের কাছে জানালেন তাঁদের দুর্দশার কথা । একদিকে যেমন এই এলাকায় ছোটখাটো বহু কারখানা রয়েছে এবং সেই কারখানায় যাতায়াত করে পণ্যবাহী গাড়ি। এইসব কিছু নিয়ে সমস্যায় পড়ছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। কিভাবে এই পরিস্থিতি থেকে নিস্তার পাবেন তারা তারই পথ খুঁজছেন তারা।