অবতক খবর,১১ জুলাইঃ ব্যারাকপুর ব্লক ওয়ান এর গণনা কেন্দ্র করা হয়েছে পানপুর মাখনলাল হাই স্কুলে। সকাল থেকেই সেখানে শাসকবিরোধী সবপক্ষের নেতারা উপস্থিত হয়েছেন। যদিও গেটের বাইরে কাউকে জমায়েত করতে দেয়নি ব্যারাকপুর পুলিশ কমিশনারের কর্তারা। এরমধ্যেই গণনা কেন্দ্র থেকে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের আট নম্বর সংসদের বিজেপি প্রার্থী বরুণ সরদার কে বের করে দেওয়ার অভিযোগ যোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কারণ হিসেবে জানা যায় গণনা শুরুর পর থেকেই নানা কারণবশত ভোট কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়ছিলেন বিজেপি প্রার্থী।
ভোটের কাজ ব্যাহত হওয়ার দরুন ওই বিজেপি প্রার্থীকে ঘর থেকে বার করে দেয় পুলিশ। যদিও গোটা বিষয় নিয়ে বিজেপি রাজ্য মহিলা মানুষের সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, ভোটের দিন ওকে টার্গেট করেছিল তৃণমূল। আজও ফের ওকে মিথ্যেভাবে পুলিশ দিয়ে গননাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ভোটের দিন ভোট লুটতে পারি নি বলেই আজ ওকে বের করে দিয়ে ভোট লুটে জিততে চাইছে তৃণমূল। অন্যদিকে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সনৎ দে বলেন, বিজেপি বলে কিছু নেই। ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে। গণনাও শান্তিপূর্ণভাবে হবে। মানুষ আমাদের পক্ষে রায় দেবে।