অবতক খবর: পঞ্চায়েত ভোটের গণনার দিন বীরভূমে আবার তাজা বো*মা উদ্ধার করা হল। সাঁইথিয়ার বাতাসপুর এলাকার একটি জঙ্গল থেকে বুধবার ১৫টি বো*মা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে হানা দিয়ে তারা বো*মার হদিশ পায়। বো*মাগুলি নিষ্ক্রিয় করার জন্য ব*ম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
পঞ্চায়েত ভোটের গণনা চলাকালীন মুর্শিদাবাদ লাগোয়া বীরভূমের তারাপীঠ থানার খামেড্ডা গ্রাম থেকে ২৫টি তাজা বো*মা উদ্ধার করা হয়েছে। পুকুরপাড়ে একটি প্লাস্টিকের বালতির মধ্যে বোমাগুলি রাখা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং ব*ম্ব স্কোয়াড। তারা এলাকাটি ঘিরে রেখেছে।
অন্যদিকে, গণনাকেন্দ্রে ঢুকে বিরোধী প্রার্থী এবং এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে। অভিযোগ, তিনি মঙ্গলবার রাতে গণনাকেন্দ্রে ঢুকে পড়েন এবং বিরোধী দলের প্রার্থী এবং এজেন্টদের মেরে কেন্দ্রে থেকে বার করে দেন। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।