অবতক খবর,১লা মে: শুক্রবার দলীয় প্রার্থী, ইলেকশন এজেন্ট ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি তাঁদের নির্দেশ দেন,”

১.ভোর পাঁচটার মধ্যে গণনাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।

২.কারও কাছ থেকে কোন খাবার খাওয়া যাবে না। প্রয়োজনে ড্রাই ফুড খাবেন। যেমন-কেক, বিস্কুট,ক্রিম রোল, রুটি আর আলু ভাজা।
৩. সময় লাগলেও ধৈর্য হারালে চলবে না।
৪.এক মুহূর্তের জন্যও কাউন্টিং সেন্টার ছাড়বেন না,শেষ পর্যন্ত থাকবেন।”

এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বলেন,”১৭ সি ফর্মের সঙ্গে ইভিএম ও ভিভিপ্যাট মিলিয়ে দেখবেন।একটা ওয়ার রুম খোলা হচ্ছে। সেখানে টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। নম্বরটি হল ৯০০৩০০৩০০১। আপনাদের ফোন ধরার জন্য কর্মীরা সর্বদা প্রস্তুত থাকবেন। কোন সমস্যা হলেই এই নম্বরে জানাবেন। এটাই কাউন্টিং হেল্প নম্বর। খেয়াল রাখবেন কোনও মেশিন যেন সিল ভাঙ্গা না থাকে। ভালো করে সে দিকে নজর রাখবেন। যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, তবে রিলিভারকে বসিয়ে তবেই যাবেন। সবাইকে গণনার প্রশিক্ষণ দিতে হবে।”

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”কালকের দিনটি হল শেষ লড়াইয়ের দিন। যারা মাটি কামড়ে কাজ করবে তাদেরকে পার্টি পুরস্কৃত করবে। এতদিন, নিজেদের জীবন বিপন্ন করে আপনার কাজ করেছেন। দলের বার্তা পৌঁছে দিয়েছেন। তাই বাংলার ফল কী হবে তার দিকে গোটা দেশ তথা পৃথিবী তাকিয়ে রয়েছে। কোন ভুল হলে মানুষ কিন্তু ক্ষমা করবে না। কিন্তু অধিকাংশ এক্সিট পোল বলেছে, আমরা আসছি। ২০০টিরও বেশি সিট পাব আমরা।বিহারে যা করেছিল এখানেও তা ওরা করতে পারে।আপনারা সতর্ক থাকলে চিন্তার কোন কারণ নেই।” কর্মীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি টাকা দিলে কাউন্টিং সেন্টার ছেড়ে দেব এটা যেন কোনভাবেই না হয়।”