অবতক খবর,২৫ এপ্রিল: ২২শে এপ্রিল ষষ্ঠ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে বীজপুরে। কিন্তু ভোট পরবর্তী হিংসা অব্যাহত। কাঁচরাপাড়া ২৩ এবং ২৪ নং ওয়ার্ডের ক্ষুদিরামপল্লী, রবীন্দ্রপল্লী,শরৎপল্লী এলাকা জুড়ে তান্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা,এমনই অভিযোগ তুলেছে বীজপুরের বিজেপি মহল। এই হিংসায় যারা আক্রান্ত,তাদের একটাই অপরাধ, তৃণমূলের মানা অগ্রাহ্য করে তারা ভোট দিতে গেছেন।
কাঁচরাপাড়া ক্ষুদিরামপল্লীর রাহুল হালদার।ভোট দেবার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে তিনি আক্রান্ত হন।তার চোয়াল ভেঙে দেওয়া হয় মেরে।
গতকাল তার অপারেশন হয় কল্যাণী জয়মালা নার্সিং হোমে।
অন্যদিকে রাহুলের চিকিৎসার সমস্ত খরচ বহন করেন বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়।
এই সমস্ত ওয়ার্ডের বিজেপিরা জানাচ্ছেন, রাত হলেই নেমে আসছে আতঙ্ক। মানুষ ভীতসন্ত্রস্ত। সাহায্যের কেউ নেই। তারা এতটাই ভীত যে তারা বুঝতে পারছেন না তারা কি করবেন,কার কাছে যাবেন সাহায্যের জন্য।বেশ কয়েকজন আক্রান্ত কর্মী বর্তমানে কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা স্থিতিশীল।
এই বিষয় নিয়ে তৃণমূলের নেতৃত্বে যারা রয়েছেন তারা জানান এইসব ঘটনা ভিত্তিহীন উল্টে বিজেপিরাই আমাদের তৃণমূল কর্মীদের উপরে মারধর ও বোমাবাজি করছে।