অবতক খবর,১৪ই মে: হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা মামলায় এদিন বারাসাত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল। এদিন মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের সঙ্গে আগাগোড়াই ছিলেন বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব।
একের পর এক ভোট-পরবর্তী হিংসায় যখন দলীয় কার্য কর্তারা ঘরছাড়া হয়ে থেকেছেন দিনের পর দিন তখন বিজেপি রাজ্য সম্পাদিকা প্রিয়াঙ্কা ট্রিবিয়ালের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসে জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টের নির্দেশ।
ভোট-পরবর্তী হিংসায় বারাসাত সাংগঠনিক জেলায় প্রায় বারো শো বাড়ি সহ এখনো পর্যন্ত প্রায় 15 জন কর্মকর্তা ঘরছাড়া রয়েছেন। তাদের অবিলম্বে ঘরে ফেরাতে হবে। সেই দাবিতে সরব হলেন, বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র।
এখন কত তাড়াতাড়ি প্রশাসন জাতীয় মানবাধিকার কমিশনের তত্ত্বাবধানে ও হাইকোর্টের নির্দেশে ঘরছাড়াদের ঘরে ফেরাতে পারে, সেটাই এখন দেখার।