অবতক খবর,২৮ জানুয়ারি: আসন্ন কাঁথি ও এগরা পৌরসভা’র ভোট।এই ভোটকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে গেছে টিকিট নেওয়ার ক্ষেত্রে।কে আগে টিকিট পায় তা বড়ো বড়ো নেতাদের ধরা শুরু করে দিয়েছে তৃণমূলের কর্মীরা।এই নিয়ে একটি কমিটি বৈঠক হয়,বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি,এগরার বিধায়ক তরুণ মাইতি, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক,টাউন যুব সভাপতি সুরজিৎ নায়ক,কাঁথি ১ ব্লকের সভাপতি রাম গোবিন্দ দাস, তৃণমূল নেতা রত্নদীপ মান্না , প্রমুখ।
এখানে যে কথা উঠে আসে সেটি হলো, ডানপন্থী দের মধ্যে টিকিট নেওয়ার প্রবণতা বরাবর ই আছে।সেই কারণে ডানপন্থী দের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায় টিকিট নেওয়ার জন্য। যারা তৃনমূলের হয়ে সারা বছর মানুষের পাশে থাকেন, তারা টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে।টিকিট পাবে একজনই।যে টিকিট পাবে তাকে সকলকে মেনে নিয়ে তৃণমূল কে ভোট দিতে হবে।শুধু তাই নয়,রাজ্য নেতৃত্ব যাকেই মনে করবেন সেই টিকিট পাবে।আর, রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি’ র উপর নির্ভর করছে কাঁথি ও এগরা পৌরসভার টিকিট।এতটাই টিকিট নেওয়ার ক্ষেত্রে হুড়োহুড়ি তা সামলাতে হচ্ছে উচ্চ পর্যায়ের তৃণমূল নেতৃত্ব দের।
বিজেপি’রা বলছে,পৌরসভা’র ভোটে সমস্যা করতে পারে তৃণমূল দল।তার পরিপ্রেক্ষিতে তৃনমূলের জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি জানান,ত্রিপুরা তে যখন তিনি ভোটের দায়িত্বে ছিলেন তখন তিনি দেখেন,বিজেপি রা কত গন্ডগোল করেছিল।সেই নিয়ে সুপ্রকাশ গিরি বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করেছেন।