ভোটচিত্র
তমাল সাহা

(এক)

ভোটের লাইনে দাঁড়িয়েছিল-
নাগরিক অধিকার ছিল বুথের ভেতর।
বোমা পড়ল,মারা গেল ভোটার।

যারা লাইনে দাঁড়িয়ে দেখলো
তারাই আসল অবজারভার।

(দুই)

ভোটের সঙ্গে জড়িয়ে থাকে ভয়
পরাজয় না থাকলে কি করে
জেতে জয়?
রক্তপাত ও মৃত্যু-
গণতন্ত্রে স্বাভাবিক মনে হয়।

(তিন)

দল না থাকলে কেন লোকে
দলেদলে ভোট দিতে যাবে?
এমএলএ, এমপি-রা কি করে খাবে?

তাই দল ও ভোট সহোদর ভাই
তুমি শালা নির্বোধ ভোটার –
দাবি করো, ভোটের অধিকার চাই।