অবতক খবর,৩১ আগস্ট,জলপাইগুড়ি:ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আটটি দোকান।
মঙ্গলবার ভোররাতে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি এলাকায়।
খুব ভোরে প্রথমে প্রাতঃভ্রমণকারীরা আগুন দেখতে পান। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। যদিও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় পাশাপাশি থাকা আটটি দোকান।
জানা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দশ লক্ষ টাকা। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদিখানা, স্টেশনারি, সেলুন ও দুটো গাড়ির পার্টসের দোকানও ছিল।
স্থানীয় মানুষদের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায় নি।
স্থানীয় বাসিন্দা অরুন সাহা বলেন, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনটা লাগার সম্ভবনা রয়েছে। এখানে মোটর বাইকের গ্যারেজ, হেলমেটের দোকান, মুদিখানা পাশাপাশি আটটি দোকান ছিল একদম পুরে ছাই হয়েগিয়েছে। প্রায় কয়েক লক্ষ্য টাকার ক্ষতি হয়েছে।