অবতক খবর,২৫ জুলাইঃ‌ মনিপুর ইস্যুতে এবার পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস। মঙ্গলবার রাজ্য বিধানসভায় একথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথমে কাল অর্থাৎ বুধবার দক্ষিণ কলকাতা থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে ।তবে আগামী এক মাস যাবত প্রত্যেকটি সংগঠনিক জেলায় প্রত্যেকটি ব্লকেই মনিপুর ইস্যু নিয়ে মিছিল করবেন তারা।

আসলে মনিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই লোকসভায় বিজেপি নিরব। বিরোধী জোট ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়ে চাপ তৈরি করা হলেও তাদের পুরনো অবস্থানে অনর শাসকদল। এই অবস্থায় পশ্চিমবঙ্গের মাটিতে আন্দোলনের পথ বেছে নিচ্ছে তৃণমূল ।বিশেষ করে এই বিষয়টির সঙ্গে যেহেতু মহিলাদের সম্মান জড়িয়ে তাই মহিলাদেরই ময়দানে নামাচ্ছে এই রাজ্যের শাসক দল।