বিরোধীপক্ষ সাহিত্যপত্রের সম্পাদক স্বপন মোদক। চাকদহ থাকেন। আজ স্মরণ করিয়ে দিলেন সত্তর দশকে লেখা একটি কবিতা। তিনি প্রথম দুটি লাইন মুখস্থ বলে ফেললেন….
মণ্ডল বাজারে মস্তানি
তমাল সাহা
আবে শালা দেখে নেবো মণ্ডল বাজারে
বেশি মামদোবাজি মারো নিজের পাড়ায়
— এগোয় দু তেরিয়া কিশোর রাজধানী এক্সপ্রেসের মতো
কে কাকে দেখে নেয়
মানুষ দেখে সময়, সময় দেখে পৃথিবী
সময় পৃথিবী মানুষ ক্রমাগত ঘুরতে থাকে
সার্কাসের তাঁবুর নিচে মোটর-সাইক্লিস্টের মতো ইস্পাতের গ্লোবের ভেতর
উটকো গরুর মতো মানুষ যাচ্ছে খোঁয়াড়ের দিকে ভাটিখানা থেকে চোলাই মদ টেনে
শুয়ে আছে পৃথিবী তার পায়ের নিচে
সময় দিচ্ছে পাহারা
তিনজনকে ছুঁয়ে চলে যায় বাতাস
বাতাস কি বাতাস দেয়, নাকি ছুটে যায় রণাঙ্গনে?